সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে গতবার (২০২২ সালে) সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে পারবে কি তারা সেমিফাইনাল বাধা অতিক্রম করতে! বাংলাদেশ এবার গ্রুপ পর্বে একটা ম্যাচও জিততে পারেনি। অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটিতে জয় পেয়েছে ও একটিতে ড্র করেছে।
এদিকে আজ অপর সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিপক্ষে। অনূর্ধ্ব-১৭ সাফে ২০২২ সালের চ্যাম্পিয়ন ভারত।