উয়েফা নেশনস লিগে স্কটল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে আটকে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আর টানা পাঁচ ম্যাচ হারের লজ্জা থেকে বাঁচল স্কটল্যান্ড। অন্যদিকে চোট আঘাতে ভরা দল নিয়ে সার্বিয়াকে ৩ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল স্পেন। লামিনেল ইয়ামালকে ছাড়াই স্পেন পেল বড় জয়। ম্যাচে স্কটল্যান্ডের ড্র করার পেছনের নায়ক গোলকিপার ক্রেগ গর্ডন। তিনি ব্রুনো ফার্নান্দেসের শট না আটকালে জিতে ফিরত পর্তুগাল। তবে ড্র করেও গ্রুপের শীর্ষেই রইল পর্তুগিজরা। এটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ২১৬তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে টানা তিন ম্যাচে গোল করে দলকে জেতান এই তারকা। তবে এ ম্যাচে গোল পাননি তিনি। ম্যাচে তাকে দেখা গেল রেফারির সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করতে। অন্যদিকে আইমেরিক লাপোর্তে, আলভারো মোরাতা ও অ্যালেক্স বেইনার গোলের সুবাদে সার্বিয়াকে পরাস্ত করল স্পেন। গ্রুপপর্বের আরও দুটি ম্যাচ বাকি থাকতেই স্পেন ১০ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল। ম্যাচের ৫ মিনিটে লাপোর্তে, ৫৪ মিনিটে পেনাল্টি মিস করে ৬৫ মিনিটে মোরাতা ও ৭৮ মিনিটে বেইনা ফ্রি কিক থেকে গোল করেন। ম্যাচ জেতার পর মোরাতা বলেন, আরও একটা বড় টুর্নামেন্টের ফাইনাল স্তরে দাঁড়িয়ে আছি আমরা এবং এটা নিয়ে আমরা গর্বিত। আমরা সব সময় সহজে ফাইনাল স্তরে যাই। আমাদের অনেক চোট আঘাত থাকলেও তাদের বাদ দিয়ে তরুণদের নিয়ে যেভাবে খেলছি, সেটা আমাদের কাজে লাগছে।