মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। প্লে-অফ নিশ্চিতের ম্যাচে সিনসিনাটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে মায়ামি।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যে মায়ামিকে এগিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বক্সের ভেতর বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন তিনি। এর মিনিট পাঁচেক পর আবারও লক্ষ্যভেদ করেন তিনি। মাতিয়াস রোহাসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি।
ওই দুই গোলেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে ৪২ মিনিটে টমাস আভিলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের বাকি সময় মায়ামিকে ১০ জন নিয়েই খেলতে হয়েছে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে মায়ামি।
এ জয়ে ৮ ম্যাচ হাতে রেখেই প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। লিগে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির পয়েন্ট ২৬ ম্যাচে ৪৮।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ