বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম আসরে ‘ঢাকা ক্যাপিটালস’ নামে খেলবে একটি ফ্র্যাঞ্চাইজি। চিত্রনায়ক কোম্পানি রিমার্ক-হারল্যানের ক্রিকেট টিম ‘ঢাকা ক্যাপিটালস’।
বুধবার ঢাকার গুলশানে কোম্পানির কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান ‘ঢাকা ক্যাপিটালস’ এর নাম ও লোগো উন্মোচনের মাধ্যমে দলটি যাত্রা শুরু করে।
‘ঢাকা ক্যাপিটালস’ এর স্লোগান - ‘Together We Rise’। শাকিব খান এ নিয়ে বলেন, ‘দেশ-বিদেশে আপনারা যেভাবে রেস্পন্স করছেন আমরা সত্যিই অভিভূত। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমরা নামটি বেছে নিয়েছি, দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। সব রকম আপডেট পেতে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেইজে যুক্ত থাকুন। ’
রিমার্ক-হারল্যানের ডিরেক্টর এবং ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান, আতিক ফাহাদ (সিইও ঢাকা ক্যাপিটালস) তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে টিমের নাম ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/মুসা