২৯ ও ৩০ মার্চ ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ১২তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব। এবারের স্লোগান ছিল ‘যুগের আহ্বানে যুক্তির উচ্ছাস, মেতে উঠুক নব তারুণ্যে’।
দুই দিনব্যাপী মেধাবী ও তারুণ্যের এই উত্সবে বাংলাদেশের শ্রেষ্ঠ সরকারি ও বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটরগণ উপস্থিত হয়েছিলেন।
বারোয়ারি বিতর্ক (বাংলা) প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে যথাক্রমে ১ম-২য় স্থান অধিকার করেন নীলফামারী সরকারি বালিকা বিদ্যালয়ের নোশিন তাবাসসুম অথৈ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের কাশফিয়া কাওসার। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্বে ১ম-৩য় স্থান অধিকার করেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুকুল আহমেদ, মার্কস মেডিকেল কলেজের আমানউল্লাহ, খুলনা পাবলিক কলেজের সালেহীন কবির। বারোয়ারি বিতর্কে (ইংরেজি) যথাক্রমে ১ম-৩য় হয়েছে মির্জাপুর ক্যাডেট কলেজের হাফিজুর রাহমান, সিলেট ক্যাডেট কলেজের আরাফাত শরীফ রাফি এবং তুমিলিয়া বয়েস স্কুলের শাহারিয়ার হোসেন গালিব। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও রানার্সআপ অর্জন করেছে কুমিল্লা ক্যাডেট কলেজ।
এছাড়া এনডিএফ বিডি ই-পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় বিজয়ীরা যথাক্রমে বরিশাল ক্যাডেট কলেজের রম্য শামস, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের এনিনি শামায়েতা এবং ঢাকা ডেন্টাল কলেজের কানিজ দিয়া। দ্বাদশবারের মতো আয়োজিত এ বিতর্ক উৎসবে শ্রেষ্ঠ স্কুল ঢাকার ভিতরে শামসুল হক খাঁন স্কুল এন্ড কলেজ। ঢাকার বাইরে যথাক্রমে নারায়াণগঞ্জ আইডিয়াল স্কুল ও ঠাকুরগাঁও সরকারি গার্লস স্কুল, শ্রেষ্ঠ ইংলিশ মিডিয়াম স্কুল ফাউন্ডেশন স্কুল।
বিডি প্রতিদিন/ফারজানা