চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের আবাসিক হলগুলোকে সিসি ক্যামেরা আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়াও রুটিন দায়িত্বে থাকা উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার আবাসিক হলগুলোর প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের শিক্ষার্থীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং আরও বেশি দায়িত্বশীল থাকার নির্দেশ দেন।
বৃহস্পতিবার বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম।
তিনি বলেন, আজকে সিদ্ধান্ত অনুযায়ী আমরা ছাত্রদের প্রত্যেকটি আবাসিক হল পরিদর্শন করবো। এবং খুব শিগগির ছাত্রদের আবাসিক হলগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সিসি ক্যামেরা স্থাপনের দায়িত্বটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসকে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন