বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার মোয়াজ আবু হুরায়রার (২০) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার বেলা ১১টায় উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে মোয়াজকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার মোয়াজ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে।
আবরার হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মোয়াজ এই মামলার ১৮ নম্বর আসামি।
বিডি-প্রতিদিন/মাহবুব