ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলসমূহে টর্চার সেল জাতীয় কোন জিনিসের অস্তিত্ব থাকবে না। থাকলে তার জন্য ১ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিবে প্রশাসন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বুয়েটের এ ঘটনার পর হল প্রশাসনের ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কথা চিন্তা করে কর্তৃপক্ষ আরও জোরালো নীতিমালা গ্রহণ করবে। আবাসিক হলে মেধাভিত্তিতে সিট বন্টন করা হয়। যেখানে অছাত্র, বহিরাগত, সন্ত্রাসী ঢুকার কোন সুযোগ নেই। ইতোমধ্যে মাস্টার্সের পরীক্ষা শেষে শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশও দিয়েছি।
বিডি-প্রতিদিন/শফিক