বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে প্রতিটি হলে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলের দিকে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের অবস্থান জানতে পরিদর্শন করেছে চবি প্রশাসন। সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসমূহের প্রাধ্যক্ষ, প্রক্টোরিয়াল বডির সদস্য, নতুন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা কেমন আছে, কীভাবে থাকছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কতটুকু সেসব দেখতেই আমরা বের হয়েছি।’
আবাসিক হল পরিদর্শনের পর তিনি জানান, ‘ওরা (শিক্ষার্থীরা) খুব ভাল আছে। এখানে খারাপ কিছু নাই। টর্চার সেলও নাই এখানে।’
এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শিক্ষার্থীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য চারটি আবাসিক হল পরিদর্শন করেন তিনি।
উপাচার্য আরও বলেন, আমরা আমাদের ছাত্রছাত্রীদের সুযোগ- সুবিধা, অসুবিধা, তারা কেমন আছে এগুলো দেখতে এসেছি। এটি কোনো অভিযান নয়। ভবিষ্যতে যেন তারা নিরাপদে থাকে সেজন্য আমরা তাদের দেখতে এসেছি। হলগুলো পরিদর্শনের কারণে সব জায়গায় গুণগত পরিবর্তন আসবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন