বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও দিবসের শুভেচ্ছা বাণী পড়ার মাধ্যমে পৃথক দুই দিন আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
কর্মসূচি পালন ছাড়াও দিবসটি উপলক্ষে আগামী ১৬ অক্টোবর বুধবার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবারের দিনের অনুষ্ঠান উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীয়সী বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপাচার্য। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্মদিনের কেক কাটেন এবং প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষ রোপণ করেন প্রফেসর কলিমউল্লাহ।
এছাড়াও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রেডিওতে বিশেষ আলোচনায় অংশ নেন উপাচার্য এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোরশেদ হোসেন। দিবসটি উপলক্ষে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
উপাচার্য তাঁর শুভেচ্ছা বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের সকল শহীদকে স্মরণ করেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রফেসর কলিমউল্লাহ।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিসমূহে গণিত বিভাগের বিভাগীয় প্রধান এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় দিবস-২০১৯ উদ্যাপন কমিটির আহবায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন, সদস্য সচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, শহীদ মুখতার ইলাহী হল-এর প্রভোস্ট মোঃ শাহীনুর রহমান, প্রক্টর (চলতি দায়িত্ব) মোঃ আতিউর রহমান, আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. নাজমুল হক, গবেষণা ও সম্প্রসারণ এর পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোঃ নুর আলম সিদ্দিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার ও সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, দুর্গাপূজা এবং লক্ষ্মীপূজার ছুটিকালীন এবারের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়াতে আলাদা দুই দিন বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৬ অক্টোবরে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার