২৫ জুন, ২০২০ ২২:৫৩

বুয়েটের নতুন ভিসি সত্য প্রসাদ মজুমদার

অনলাইন ডেস্ক

বুয়েটের নতুন ভিসি সত্য প্রসাদ মজুমদার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

বৃহস্পতিবার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপককে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভাইস চ্যান্সেলর পদে চার বছরের জন্য নিয়োগ করা হলো। ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আগের উপাচার্য সাইফুল ইসলামের মেয়াদ ২২ জুন শেষ হওয়ায় নতুন ভিসি নিয়োগ দেয়া হলো।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর