স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউব)-এর উদ্যোগে বৃহস্পতিবার 'কোভিড-১৯ মহামারি মোকাবেলায় ডিজিটাল প্রযুক্তভিত্তিক শিক্ষাকৌশল' শীর্ষক এক বিজনেস টক শো'র আয়োজন করা হয়। এসইউবি'র ব্যবসায় শিক্ষা বিভাগের উদ্যোগে ও এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি)-এর সহযোগিতায় আয়োজিত এ টকশো'তে সভাপতিত্ব করেন এসইউবি'র প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির।
টকশো'তে বিষয় বিশেষজ্ঞ হিসেবে নির্ধারিত আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস সমিতি (বেসিস)-এর সভাপতি ও মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আলমাস কবির, গ্রামীণফোন লিমিটেডের উপ-পরিচালক ও ডিজিটাল ডিভাইস বিভাগের প্রধান সরদার শওকত আলী এবং অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান ক্যারিয়ার হাবস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেমি হোসেন।
অধ্যাপক ড. আনোয়ারুল কবির তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, স্টেট ইউনিভার্সিটি বরাবরই তার শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ক্ষেত্রে সমাজ, রাষ্ট্র ও বিশ্বের সর্বশেষ পরিস্থিতি, সমস্যা, সঙ্কট ও সম্ভাবনাকে মোকাবেলা ও ধারণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে। আর সে ধারাবাহিকতাতেই কোভিড ১৯-এর মতো বৈশ্বিক মহামারি মোকাবেলায় ডিজিটাল প্রযুক্তিভিত্তিক নতুন শিক্ষাকৌশল খুঁজে পাওয়ার লক্ষ্যে এ বিজনেস টকশো'র আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এ টকশো'তে বেসিস, গ্রামীণফোন ও ক্যারিয়ার হাবসের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ বিষয়টির প্রাসঙ্গিকতাকে যেমনি প্রমাণ করে, তেমনি একটি বৈশ্বিক মানবিক সঙ্কটে তাঁদের উদার অংশগ্রহণের দৃষ্টিভঙ্গিকেও তুলে ধরে। করোনা মহামারি মোকাবেলায় ডিজিটাল প্রযুক্তিকে বর্ধিত হারে ব্যবহারের কোনো বিকল্প নেই বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, ডিজিটাল প্রযুক্তির বর্ধিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সমাজ, অর্থনীতি ও উদ্যোক্তাবৃত্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেসিস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ করোনাকালে আমরা আমাদের সে ভূমিকাকে আরো গতিশীল, প্রায়োগিক ও জনকল্যাণমুখী করে তুলতে চাই। তিনি এসইউবির এ বিজনেস টকশো' আয়োজনকে অত্যন্ত সময়োচিত ও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন।
গ্রামীণফোনের উপ-পরিচালক সরদার শওকত আলী বলেন, কোভিড-১৯ মোকাবেলায় গ্রামীণফোনও সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্টেট ইউনিভার্সিটির সাথে কাজ করার ব্যাপারে তাঁর প্রতিষ্ঠানের আগ্রহের কথা ব্যক্ত করেন।
অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান ক্যারিয়ার হাবসের ব্যবস্থাপনা পরিচালক হেমি হোসেন এসইউবির এ ধরনের উদ্যোগে বরাবর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পুরো টকশো'টি পরিচালনা করেন এসইউবির ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক মাহজাবীন ফারুক। অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ