খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিসিইএসডি-২০২২) এর উদ্বোধন হয়েছে। এতে বিভিন্ন দেশের প্রায় তিনশ গবেষক, শিক্ষক, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ অংশ নিচ্ছেন।
কনফারেন্সে ২৫১টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করা হবে এবং সেরা ১০টি পেপারকে পুরস্কৃত করা হবে।
বৃহস্পতিবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে কুয়েটের অডিটরিয়ামে কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
সম্মেলনে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের কোন বিকল্প নেই। এজন্য সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিতে ‘আইসিসিইএসডি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কনফারেন্সের মাধ্যমে উঠে আসা প্রযুক্তি ও বিষয়সমূহ কাজে লাগানো গেলে বাংলাদেশসহ সমগ্র বিশ^ উপকৃত হবে, তাই এ ধরনের কনফারেন্সের অপরিসীম গুরুত্ব রয়েছে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ, প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন।
এর আগে কুয়েটে ২০১২ সালে প্রথম, ২০১৪ সালে দ্বিতীয়, ২০১৬ সালে তৃতীয়, ২০১৮ সালে চতুর্থ ২০২২ সালে পঞ্চম আইসিসিইএসডি কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন