ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর খোলা চিঠি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। চিঠিতে ঘ-ইউনিট বাতিলের সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ ও ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছে তারা।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই দাবিতে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এতে খোলা চিঠিটি পাঠ করেন ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত সাদ। এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী, সহ-সভাপতি সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তর্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক।
খোলা চিঠিতে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সভায় ‘ঘ’ ইউনিট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০২০ সালের ৮ নভেম্বর ডিন কমিটির সভায় ‘ঘ’ ইউনিটের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর ভর্তি কমিটির সভায় সেই সিদ্ধান্তকেই অনুমোদন দেওয়া হয়। আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। গণমাধ্যম মারফত আমরা জানতে পেরেছি, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি একাডেমিক কমিটির মতামতের বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, গত ৮ নভেম্বর ২০২০ তারিখে ডিন কমিটি তাদের এক সভার একদম শেষের দিকে নির্ধারিত এজেন্ডার বাইরে হঠাৎ করে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের বিষয়কে আলোচনায় নিয়ে আসে। সামাজিক বিজ্ঞান অনুষদের তৎকালীন ডিন সেই আলোচনায় দ্বিমত প্রকাশ করেছিলেন। পরবর্তীতে ২৩ নভেম্বর সাধারণ ভর্তি কমিটির সভায় এজেন্ডার বাইরে আবারও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে অসম্মতি জানানো হয়।
চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট একাডেমিক কমিটিসমূহের। ফলে সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬টি একাডেমিক কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘ঘ’ ইউনিট বাতিল করা হবে বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ অধ্যাদেশ পরিপন্থী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ