অমর একুশে উদযাপন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ মিনার। রাত পোহালেই সোমবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনারের বেদীতে ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করবে শিক্ষক-শিক্ষার্থীরা। শ্রদ্ধা আর ভালোাবাসায় সিক্ত হবেন মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদরা।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায়- শহীদ মিনারের মূল চত্বরের কাজ শেষ হয়েছে। তবে এখনও চলছে রাস্তার আলপনার কাজ। শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত আলপনা আঁকা হবে। এসব কাজে নিয়োজিত রয়েছে চারুকলার শিক্ষার্থীরা। তাদের মনিটরিং করছেণ ওই বিভাগের শিক্ষকরা।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ রবিবার রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল।
রবিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন অধ্যাপক ড. আবদুস সালাম। এসময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা অংশ নেবেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
একুশে উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, উদযাপনের সার্বিক প্রস্তুতি শেষের দিকে। এখনও কিছু আলপনার কাজ বাকি রয়েছে। আজ দুপুরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ