যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিরাবতা পালন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার আতাউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর একে একে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্রদল, বিভিন্ন সংগঠন, পরিষদ, অনুষদ, বিভাগ, প্রেসক্লাব, আবাসিক হলসূমহ, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া আজ সোমবার সকাল ১০ টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শুধু স্লোগানে শহীদদের স্মরণ হয় না। তাদেরকে মননে লালন করতে হবে। একুশ শতকে এমন ভাবার সুযোগ নেই বাংলা ভাষার চেয়ে অন্য ভাষা শ্রেষ্ঠ। আমরা বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষাও শিখবো। তবে মাতৃভাষার প্রতি যেন আমরা অবজ্ঞা না করি। তাহলে সেটি নিজের মাটি ও মায়ের প্রতি অবজ্ঞা করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ