জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এক ছাত্রকে নির্যাতন করার ঘটনায় চারজনকে সাময়িক বহিষ্কারের রেশ কাটতে না কাটতেই আবারও র্যাগিং এর নামে এক শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম সাগর চন্দ্র দে। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।
গত শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়টির অগ্নিবীণা হলের ২০৪ নং কক্ষে এ নির্যাতনের ঘটনা ঘটে বলে জানান আহত শিক্ষার্থী। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনার সুষ্ট তদন্ত ও বিচারের দাবীতে রবিবার প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিনভর আন্দোলন করেছে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীসহ সহপাঠিরা।
জানাযায়, অগ্নিবীনা হলের ২০৪ নম্বর কক্ষে ম্যানার শেখানোর নামে সাগরকে রোলিং চেয়ারে ঘুরাতে থাকে একই রুমে থাকা চারুকলা বিভাগের সিনিয়র বড়ভাই সৌমিক জাহান। এসময় বারবার সে আপত্তি জানালেও থামেনি সিনিয়ররা। এক পর্যায়ে চেয়ার থেকে ছিটকে পরে দেয়ালে ধাক্কা লাগে। এতে শিক্ষার্থী ঠোঁট ফেটে গিয়ে রক্ত বের হয় ও সামনের দুটো দাত ভেঙ্গে যায়। পরে এক বন্ধু এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী সাগর জানান, 'ঘটনার পর আমার মোবাইলটি বারবার চাইলেও আমাকে দিতে চায়নি। তবুও অনেক চেষ্টার পর মোবাইলটি নিয়ে এক বড় ভাইকে মেসেঞ্জারে একটি ছবি পাঠাই এবং তাড়াতাড়ি আসতে বলি। তারপর ওই ভাই ৫ মিনিট পর এসে আমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সাগরকে দেখতে হাসপাতালে ছুটে যান ওই হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহা।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত বিচারের দাবিতে আন্দোলনে নামে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। এসময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুরের পর প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাসে তদন্ত প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা।
জানতে চাইলে অগ্নিবীণা হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহা বলেন, শুরুতেই আমরা রোগীর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছি এবং পরে তার কাছে মূল ঘটনাটি শুনেছি। এ ঘটনাকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত প্রক্টর ইরফান আজিজকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অগ্নিবীণা হল প্রশাসন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ৭ তারিখ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ওয়ালিদ নিহাকে নির্যাতনের ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়। এমন শাস্তি ঘোষণার মাত্র পাঁচদিন পর আবারও নির্যাতনের ঘটনা ঘটলো বিশ্ববিদ্যালয়টিতে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন