ইংরেজিতে দুর্বল শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে নানা উদ্যোগ নিয়ে থাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ইংরেজি বিভাগ।
আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, ‘কোন নির্দিষ্ট বিষয়ে দুর্বলতা থাকা শিক্ষার্থীর অপরাধ নয়। বরং অপরাধ একজন শিক্ষক তার দুর্বলতা বুঝতে পেরে, সমাধানের পথ না দেখানো। শুধু ইংরেজি বিষয়ে নয়, মানুষ যেকোন বিষয়ে ভয় পেলে। ব্যর্থতার হার বেশি থাকে। তাই অভিভাবক হিসেবে শিক্ষকদের এ ব্যাপারে ভ‚মিকা রাখতে হবে।’
ইংরেজি বিভাগের চেয়ারপার্সন, সহযোগী অধ্যাপক কে আহমেদ আলম বলেন, ‘ছাত্র-বান্ধব পরিবেশে আমাদের ইংরেজী বিভাগে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে, একুশ শতকের উপযোগী মানব সম্পদে রুপান্তরিত করা। এবং তাদের কাঙ্খিত গ্রাজুয়েট প্রোফাইল সমৃদ্ধ করা। এজন্য শিক্ষার্থীদের ইংরেজী ভাষায় দক্ষতা, সাহিত্য-অনুধাবন যোগ্যতা, উচ্চতর চিন্তন সক্ষমতা, গবেষনা-ব্রতী, কর্মসংস্থান দক্ষতা এবং শৃঙ্খলা ও মূল্যবোধ সমৃদ্ধ গ্রাজুয়েট তৈরীর জন্য আইএসইউ ট্রাস্ট- এর সার্বিক সহযোগিতা ও উপাচার্য এর নির্দেশনায় যোগ্য ও নিবেদিত প্রাণ শিক্ষকেরা এ বিভাগে কাজ করে যাচ্ছেন। করোনা প্যানডিমিক পরিস্থিতির মাঝেও ইংরেজি বিভাগ অনলাইনে শিক্ষাকার্যক্রম ও সীমিত পরিসরে হলেও সহপাঠক্রমিক কার্যক্রম অব্যাহত রাখছে।’
সংশ্লিষ্টরা বলছেন, ইংরেজি আমরা ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়ি। বলা যায়, প্রায় ১৭ বছর। তবে তারপরও কেন এতো সমস্যা। ৫ মিনিট কথা বলতে ইংরেজিতে বুক কাঁপে। কনফিউশন চলে আসে। ঠিক হচ্ছে তো। টেনসটা ভুল হলো না তো! উচ্চারণ কি এভাবে না ওভাবে। ভুল হচ্ছে মনে হয়। লোকে কী যে বলে। ইত্যাদি। প্রাইমারি লেভেলে এসব ভয় কাটাতে না পারার কারণ হচ্ছে। শিক্ষার পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিকতার অভাব। যা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরও থেকে যায়।
দেখা গেছে, আইএসইউ এই ক্ষেত্রে ভিন্ন। এক কথায় শিক্ষার্থীদের জন্য সব করতে প্রস্তুত এই ইউনিভার্সিটি। এর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সাইন্সেস অনুষদের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এম এ ইন ইংলিশ এন্ড কালচারাল স্টাডিজ থাকার পরও একই অনুষদের অধীনে কোর্স অন প্রি-ইউনিভাসিটি ইংলিশ পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে বিভিন্ন পেশার মানুষদের ইংরেজিতে প্রয়োজনীয় দক্ষতার জন্য ‘করপোরেট ইংলিশ নামে একটি শর্ট কোর্স পরিচালনায় পরিকল্পনা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, পুরো ক্যাম্পাসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সিসিটিভি, মাল্টিমিডিয়া প্রজেক্টর সুবিধাসম্বলিত ক্লাসরুম,অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াই-ফাই সংযোগসহ সকল প্রকার আধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান। ধুমপানমুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশ। বিশ্ববিদ্যালয় ভবনের ৮ম তলায় রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি। এটি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়া শিক্ষার্থীদের পড়ার মনোযোগেও ব্যাঘাত ঘটে না।
বিডি প্রতিদিন/হিমেল