জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ ইউনিটের পরিবর্তে ৫ ইউনিটে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের বরাত দিয়ে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও অনুষদ এই সিদ্ধান্তে একমত হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিকে গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের সাথে যুক্ত করে ‘এ’ ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদকে নিয়ে ‘বি’, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটসহ কলা ও মানবিক অনুষদভুক্ত বিভাগগুলো নিয়ে ‘সি’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদকে ‘ডি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন নিয়ে ‘ই’ ইউনিট করা হয়েছে।’
প্রসঙ্গত, জাবির ২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট। আবেদন প্রক্রিয়া চলবে ১৮ মে থেকে ১৬ জুন পর্যন্ত।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ