শব-ই-কদর, মে দিবস, ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বৃহস্পতিবার ২৪ দিনের ছুটির বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী।
তিনি জানান, আগামী ২২ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত ২৪ দিন বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। তবে দফতরসমূহ বন্ধ থাকবে ২৯ এপ্রিল থেকে ১৫ মে। তবে আবাসিক হল বন্ধের বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, করোনার ফলে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি কমিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি প্রতিদিন/এএম