‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে প্রাণি স্বাস্থ্যের টেকসই উন্নতি এবং উৎপাদন’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন (বিএসভিইআর) আন্তর্জাতিক বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন।
আয়োজকরা বলছেন, স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের জোর দিতেই এ প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে।
দুই দিনব্যাপী ২৯তম আন্তর্জাতিক এই সম্মেলনে দেশ-বিদেশের ৫০০ জন বিজ্ঞানী, গবেষক, মাঠপর্যায়ের ভেটেরিনারিয়ান ও উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। পাশাপাশি এবারই প্রথম ভেটেরিনারি অনুষদের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ওই সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ থাকছে।
বিএসভিইআরের বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা।
শুক্রবার সকাল ১১টার দিকে বাকৃবির ভেটেরিনারি অনুষদের মেডিসিন সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরও জানান, ‘চতুর্থ শিল্প বিপ্লবে প্রাণিসম্পদ শিল্পে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন অনেক সুয়োগ নিয়ে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং রোবোটিক্সের মতো উন্নত প্রযুক্তির ব্যবহারে প্রাণিস্বাস্থ্য, আচরণ এবং কর্মদক্ষতার উপর ব্যাপক উন্নতি হবে। চতুর্থ শিল্প বিপ্লবের সাথে জড়িত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিজ পণ্যের আরও দক্ষ ও টেকসই উৎপাদন নিশ্চিতকরণ সম্ভব হবে।’
বিএসভিইআরের সভাপতি ও বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স্র বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসভিইআরের আয়োজক কমিটির সভাপতি ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা এবং কালচারাল উপকমিটির সভাপতি ও মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন।
বিডি-প্রতিদিন/বাজিত