কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার রাজধানীর প্রগতি সরণিতে সিইউবি’র ক্যাম্পাসে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সিইউবি’র উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক এবং ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ডিরেক্টর জিম ও’নিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে এখন থেকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস (IELTS) রেজিস্ট্রশন করা যাবে। এছাড়া কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বর্তমান ক্যাম্পাসে আইইএলটিএস কোর্স পরিচালনা করা হচ্ছে। কোর্স শেষে মক টেস্ট দেওয়ারও সুযোগ থাকছে।
চুক্তি সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ডিরেক্টর জিম ও'নিল বলেন, এই উল্লেখযোগ্য প্রচেষ্টায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সাথে অংশীদার হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি যে এই গুণগত অংশীদারিত্বের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জীবনে একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারি, যা বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে অবদান রাখবে বলে আমার বিশ্বাস।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউবি’র প্রধান সমন্বয়ক এবং ডাইরেক্টর, অ্যাডমিশন, মার্কেটিং ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স, মোহাম্মদ আফিজুর রহমান, এক্সটার্নাল আফেয়ার্স ও পার্টনারশিপের প্রধান লামিয়া সেলিম এবং ব্রিটিশ কাউন্সিলের অ্যাকাউন্ট রিলেশনশিপ অফিসার, এক্সামিনেশনস মো. বদরুদ্দোজাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/এমআই