২৬ মে, ২০২৪ ১৫:৪২

রাবিতে সর্বজনীন পেনশন নীতিমালা প্রত্যাহার দাবি

রাবি প্রতিনিধি

রাবিতে সর্বজনীন পেনশন নীতিমালা প্রত্যাহার দাবি

সরকারি চাকরিতে পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন রোডে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ নীতিমালার প্রতিবাদে আগামী ২৮ মে দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। 

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুস, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক রেজাউল করিম (২), অধ্যাপক আমিরুল ইসলাম প্রমুখ। 

ড. হাবিবুর রহমান বলেন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সার্বজনীন পেনশন নীতিমালা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন থেকে এসব বিশ্ববিদ্যালয়ে দেয়া মর্যাদার প্রতি চরম অবজ্ঞা। এ নীতিমালা বাস্তবায়িত হলে শিক্ষক পেশার ভবিষ্যৎ প্রজন্ম চরমভাবে বঞ্চিত হবে।পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অধিকাংশ নিম্নমধ্যবিত্ত শ্রেণির শিক্ষার্থী দিয়ে চলে। ভবিষ্যতে তারাই শিক্ষক পেশায় আসে। কিন্তু এই নীতিমালা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভুল পথে পরিচালিত করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ফুলে-ফেঁপে তোলার ষড়যন্ত্র চলছে। আমরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশের স্বপ্ন দেখছি, তখন কোন এক কুচক্রি মহল সরকারের জনপ্রিয়তা নষ্ট করার ষড়যন্ত্র করছে। সেটার প্রতিফলন এই নীতিমালা। অবিলম্বে এ নীতিমালা বাতিলের দাবির পাশাপাশি আগামী ২৮মে ২ ঘণ্টার ক্লাস বর্জনের কথা জানান তিনি। 

এই নীতিমালা পাবলিক বিশ্ববিদ্যালয় ধ্বংসের ষড়যন্ত্র বলে মনে করছেন অন্য বক্তারাও। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক এ টি এম কামরুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক পার্থ বিপ্লব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. নাজমুল হায়দার, গণিত বিভাগের অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর