সিলেটে ঈদুল ফিতরের আগে হঠাৎ করে বেড়ে যায় মুরগির দাম। সে দামের ঊর্ধ্বগতি এখনও অব্যাহত রয়েছে। গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম প্রতি কেজি বা পিসে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে, গরুর মাংসের দামে আগে থেকেই ছিল গরিবের অস্বস্তি। তা এখনও কমেনি। তবে এ মাসের মধ্যেই বৈঠক করে গরুর মাংসের দাম কমাতে পারে সিলেট সিটি করপোরেশন (সিসিক) সংশ্লিষ্ট সূত্র এমনই তথ্য দিয়েছে।
জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে সিলেটে সব ধরনের মুরগির দাম প্রতি কেজি বা পিসে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা।
শনিবার নগরীর বেশ কয়েকটি মুরগির দোকান ঘুরে দেখা যায়-খুচরো বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। লাল মুরগির পিস বিক্রি হচ্ছে ৫৩০ টাকায়। এক সপ্তাহ আগে পিস ছিল ৪৮০ টাকা। ৫০০-৬০০ গ্রাম ওজনের কক ও সোনালি মুরগি প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। ৮০০ গ্রাম ওজনের কক মুরগির পিস বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ১৬০ টাকা। আর কোয়েল পাখি আকার অনুপাতে প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ২৫ থেকে ৩০ টাকা।
এদিকে, রমজানের আগে আন্দোলন করে সিলেট নগরীর মাংস ব্যবসায়ীরা গরু ও ছাগলের মাংসের দাম বাড়িয়ে নেন। রমজানে সিটি করপোরেশন নির্ধারিত প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয় ৬৫০ টাকা ও ছাগলের মাংস ৮৫০ টাকা। তবে এ দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে ছিল। তাই জনসাধারণের কথা বিবেচনায় আবারও সিলেট নগরীতে গরু ও ছাগলের মাংসের দাম কমাতে পারে সিসিক।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রমজান মাসের কথা বিবেচনা করে মাংস ব্যবসায়ীদের দাবি রাখতে গিয়ে দাম কিছুটা বাড়ানো হয়েছিল। তবে জনসাধারণের কথা চিন্তা করে বাড়ানো দাম কমানোর সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্য সফর শেষে মেয়র দেশে ফিরলে এ নিয়ে মাংস ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন