দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ড ছাড়াও ভারতসহ প্রতিবেশী দেশগুলোতেও দ্রুত সংক্রমণ বাড়ছে কভিড-১৯-এর। করোনা আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত দেশে চলতি বছর ১১ জনের মৃত্যুর খবর এসেছে। এর মধ্যে চলতি মাসেই মারা গেছে ছয়জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চারজনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ বছর এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩৯৭। আইসিডিডিআরবির গবেষকরা দেশে করোনার নতুন একটা ধরন শনাক্তের কথা বলেছেন, যার নাম এক্সএফজি। পাশাপাশি এক্সএফসি ধরনটাও পাওয়া গেছে। এ দুটোই করোনার শক্তিশালী ধরন ওমিক্রণের জেএন-১ ভেরিয়েন্টের উপধরন। সব মিলে পরিস্থিতি উদ্বেগজনক। সংক্রমণ প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তার মধ্যে জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং ন্যূনতম তিন ফুট দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। এ সতর্কতা স্বাস্থ্যকর্মীসহ সর্বসাধারণের জন্য প্রযোজ্য। কিন্তু সমস্যা হচ্ছে, করোনা সংক্রমণের খবর শুনেই স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদির দাম বাড়ানোর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে পাইকারি পর্যায়ে মাস্কের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছেন একদল ব্যবসায়ী। হ্যান্ড স্যানিটাইজারের দামও বাড়ানো হয়েছে। বাড়তি টাকা গুনে, বিপাকে পড়তে হচ্ছে মানুষকে। নিম্নবিত্তরা বাড়তি দামে মাস্ক-স্যানিটাইজার না কিনে অরক্ষিতভাবে চলাচল করছেন। এতে তাদের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ ব্যাপারে এখনই কঠোর কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। মানবিক সংকট সময়ে জনগণ ব্যবসায়ী সমাজের কাছ থেকে সহমর্মিতার ভূমিকা আশা করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ব্যবসায়ীদের নানা সিন্ডিকেটের নিত্যনতুন অজুহাত আর কারসাজিতে দেশের মানুষ বরাবরই নাজেহাল হচ্ছে। এমনকি জীবনরক্ষাকারী ওষুধ বা জরুরি স্বাস্থ্যসামগ্রীর ক্ষেত্রেও। সুদীর্ঘ তিক্ত অভিজ্ঞতা থেকে এদের সুমতি কখনো হবে না বলেই ধরে নেওয়া যায়। ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। নিবিড় মনিটরিং, জবাবদিহি ও তাৎক্ষণিক দণ্ড-জরিমানার মাধ্যমে সিন্ডিকেট ভাঙতে হবে।
শিরোনাম
- নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ছয়দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
- তিন দফা দাবিতে শাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
- বগুড়ায় ৭ লাখ টাকা মূল্যের জালনোটসহ গ্রেপ্তার ১
- বিশ্বে প্রথম কার্যকরী এইডস টিকা তৈরি করছে রাশিয়া, দাবি রিপোর্টে
- জাতীয় নির্বাচনের রোডম্যাপে যা আছে
- জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন যারা
- পারমাণবিক স্থাপনায় হামলার ধ্বংসাবশেষ সরাচ্ছে ইরান, দাবি রিপোর্টে
- নিউ সাউথ ওয়েলস বিএনপির ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- দেশে প্রবৃদ্ধি কমেছে ৩.৯৭ শতাংশ
- বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে আলোচনায় ছিল যেসব বিষয়
- বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে
- বগুড়ার ফাহিমা হত্যায় ঢাকায় স্বামী গ্রেপ্তার
- আমাদের সারের কোনো সংকট নেই : কৃষি সচিব
- তিন দফা দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও অবরোধ
- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা
- নোয়াখালীতে জলাশয়ে জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত
- ডাকসু নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের
- তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
- একসঙ্গে একাধিক রিল যুক্ত করার ফিচার ইনস্টাগ্রামে
সুরক্ষাসামগ্রীতেও সিন্ডিকেট
করোনা প্রতিরোধে চাই কঠোর ব্যবস্থা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর