গাইবান্ধায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই মোজাহার আলী বেপারী (৬৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার। এর আগে বুধবার রাতে সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধান বাজারের ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোজাহার আলী বেপারী ওই এলাকার মৃত এসহাক আলীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীরা জানান, মোজাহার আলী বেপারী তার শ্বশুরের কাছ থেকে ২৫ বছর পূর্বে ২৪ শতক জমি ক্রয় করেছিলেন। জমি দলিল হওয়ার আগেই তার শ্বশুর মারা যান। মোজাহার আলী সেই জমি তার দুই শ্যালকের কাছে দলিল করে চান। কিন্তু তার দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন বহুবার দলিল করে দেওয়ার তারিখ নিলে শেষ পর্যন্ত দেন না। সম্প্রতি লুৎফর রহমান ও নবীর হোসেনের ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন। এ সময় মোজাহার আলী দুই শ্যালকের কাছ থেকে জমি দলিল করে চান। কিন্তু জমি দলিল নিয়ে তারা পূর্বের ন্যায় আবার তালবাহনা শুরু করেন। এসময় তাদের মধ্যে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন লাঠি দিয়ে মোজাহার আলীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা উদ্ধার করে গাইবান্ধা জেলারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, এঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/এএম