চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রুবেল নামে এক যুবককে গুলি করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে তার সাথে থাকা মো. মোরশেদ নামে এক যুবক। বুধবার দিনগত রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের হারুয়ালছড়ি ইকুপার্ক সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। নিহত রুবেল একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী একজনকে থানায় আনা হলেও কাউকে চিনতে পারেনি বলে জানিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
জানা যায়, হারুয়ালছড়ির নিজ বাড়িতে রুবেল নামে ওই যুবক মোরশেদ ও আজিম নামে দুই সহযোগী ঘরে ছিলেন। রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল সন্ত্রাসী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। প্রথমে ঘরের বাইরে শর্টগানের একটি গুলি ছুড়লে শব্দ শুনে পালিয়ে যায় আজিম। তারা ভেতরে প্রবেশ করে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে এবং গুলি করে হত্যা করে। তার বাম হাতে গুলি করে, গলার বাম পাশে জবাই করে, বাম হাতের কব্জির অর্ধেক অংশ ও অন্ডকোষ কাটা, বাম পায়ে কোপ দেয়া ছিলো। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা মোরশেদের হাতেও কুপিয়ে যখমের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম