বাংলাদেশের ক্রিকেটকে জেলা ও উপজেলা পর্যায় থেকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে প্রথমবারের মতো শুরু হলো আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি প্রেসিডেন্ট বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন ক্রিকেটার খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য। ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের দিকেই এখন নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
চট্টগ্রাম বিভাগের মোট ১১টি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল আর ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফাইনাল। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ সকাল সাড়ে ৯টায়, দ্বিতীয় ম্যাচ দুপুর দেড়টায় শুরু হবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ১ লাখ টাকা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ফরটিস কুমিল্লা ও এবি ব্যাংক নোয়াখালী।
বিডি প্রতিদিন/এমআই