২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় নোয়াখালী সদর উপজেলায় ১টি খাল ও ৩৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প প্রজাতির মোট ৩৯০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে জেলা প্রশাসক বাংলো পুকুর, সার্কিট হাউস পুকুর এবং পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র পুকুরে পোনা মাছ অবমুক্ত করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র নোয়াখালীর ডেপুটি কমান্ড্যান্ট আনিসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোহাম্মদ ইসমাইল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, এনডিসি মেহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মানস মন্ডল এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোশরেফুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন সুধারাম থানার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/জামশেদ