দেশের ব্যাংক খাত এখন দুর্দশার শিকার। দীর্ঘ পৌনে ১৬ বছর লুটপাটের মৃগয়াক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে ব্যাংক খাত। এলোমেলো করে দে মা লুটেপুটে খাই তত্ত্বে লালিত-পালিত হয়েছে এ খাতের হোতারা। যারা ছিলেন মূলত সরকারের পোষ্য শ্রেণির লোক। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে ক্ষমতাসীনদের প্রশ্রয়ে। ফলে প্রায় প্রতিটি ব্যাংক এখন দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছে। সভ্য দুনিয়ায় দেউলিয়া ঘোষিত হয় এমন অবস্থায়ও রয়েছে ডজনখানেকের মতো ব্যাংক। দেরিতে হলেও সরকার ব্যাংক খাতের দুর্নীতির গ্রন্থিমোচনের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসাযোগ্য। ব্যাংক খাতে লুটপাট বিশেষ করে ঋণ নিয়ে লোপাটের যে ঘটনা ঘটে, তার প্রতিটির সঙ্গে রয়েছে সংশ্লিষ্ট ব্যাংকের কর্তাব্যক্তিদের কালো হাত। বাংলাদেশ ব্যাংকের প্রশ্রয়ও লুটেরাদের ভরসা জুগিয়েছে। আর এ কারণেই সরকার অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে আওয়ামী আমলে ১৫ বছর দায়িত্ব পালন করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান এবং সরকারি-বেসরকারি ২৪টি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্যও তলব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়িত্বে থাকা শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। চিঠিতে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান, পরিচালক ও এমডিদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ঋণ কেলেঙ্কারি ও অনিয়মে জড়িত ১৮ বেসরকারি ব্যাংকের বিরুদ্ধেও চলছে তদন্ত। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ভবিষ্যতে বৃহৎ পরিসরে দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের অস্থিতিশীল অবস্থার জন্য দেশের ব্যবসাবাণিজ্য চরম দুর্দশায় পড়েছে। ব্যবসায়ীরা ব্যবসাবাণিজ্য পরিচালনায় ব্যাংক ঋণ পেতে ধকলে পড়ছেন। আর্থিক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ খাতের দুর্নীতির বিরুদ্ধে সরকারকে কঠোর হতেই হবে।
শিরোনাম
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে : দুদু
- যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষকরা
- তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
ব্যাংক লুটপাট
লুটেরাদের বিরুদ্ধে কঠোর হোন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর