ক্ষুধা অভাবের কারণে নয়, মানুষের তৈরি অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা। এ ব্যবস্থা বদলাতে হবে। সোমবার রোমে বিশ্ব খাদ্য ফোরামে বলেন অন্তর্বর্তী সরকারপ্রধান, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ‘তিন শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান জানিয়ে, এটাই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। তুলে ধরেন ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার ছয় প্রস্তাব। বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের সে প্রস্তাবে জোর দেওয়া হয়েছে যুদ্ধ বন্ধ করে সংলাপ শুরু ও সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর। পাশাপাশি টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে অর্থায়নের অঙ্গীকার পূরণ, জলবায়ুসংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকে থাকার সক্ষমতা গড়ে তোলায় সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। তুলে ধরা হয় আঞ্চলিক খাদ্যব্যাংক গঠন করে খাদ্য সরবরাহ চেইন স্থিতিশীল রাখার অপরিহার্যতা। একই সঙ্গে তরুণ উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ন, অবকাঠামো ও বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে সহায়তা প্রদানের আবশ্যকতা জানিয়ে বলা হয়, রপ্তানি নিষেধাজ্ঞার বাধা প্রত্যাহার করে, বাণিজ্যনীতি খাদ্য নিরাপত্তা-সহায়ক করতে হবে। গ্লোবাল সাউথের তরুণ কৃষক ও উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করা জরুরি। খাদ্য নিয়ে আলোচনার বিশ্বমঞ্চে ড. ইউনূস ভয়াবহ তথ্য তুলে ধরে বলেন, ২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল। অথচ যথেষ্ট খাদ্য উৎপাদন হয়েছে। প্রায় ৭০ কোটি মানুষ ক্ষুধার্ত থাকার কারণ উৎপাদনের নয়, অর্থনৈতিক ব্যবস্থা ও নৈতিকতার ব্যর্থতা। ক্ষুধা দূর করতে যেখানে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করা যায়নি, সেখানে অস্ত্র কিনতে ব্যয় হয়েছে প্রায় তিন ট্রিলিয়ন ডলার। একে কীভাবে অগ্রগতি বলে দাবি করে সভ্য পৃথিবী? বিশ্ব অর্থনীতির পুরো ব্যবস্থাই পুনর্বিবেচনা করা প্রয়োজন। সনাতন মুনাফাভিত্তিক ব্যবসা পদ্ধতি কোটি কোটি মানুষকে পেছনে ফেলে দিয়েছে। বিশ্বে সম্পদ ও প্রযুক্তি রয়েছে, ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি আসবে। প্রয়োজন সৃজনশীল চিন্তা ও সঠিক ব্যবসাকাঠামো, যার মাধ্যমে নতুন বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে। প্রধান উপদেষ্টা বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে তুলে ধরেন যে, বাংলাদেশ ইতোমধ্যে জনগণের খাদ্য নিশ্চিত করেছে। ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সবজি ও সাদুপানির মাছ উৎপাদন ছাড়াও কৃষির নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রসরতা অর্জিত হয়েছে। দেশে এ ধারা অব্যাহত থাক। আর ড. ইউনূসের প্রস্তাবনায় দুনিয়াজুড়ে খাদ্য উৎপাদন, সরবরাহ ও বাণিজ্যের লাগসই মানবিক কাঠামোতে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে উঠুক।
শিরোনাম
- রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
- চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র
- চট্টগ্রামে ইয়াবা মামলায় সাজা: পাঁচ বছর কারাদণ্ড
- চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
- সততার সাহস : ভুল স্বীকারের মর্যাদা
- লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র অপহরণ, পাঁচ দিনেও মেলেনি খোঁজ
- কুয়াকাটায় শৈবাল চাষ নিয়ে কর্মশালা
- ২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
- টাইমের প্রচ্ছদে নিজের চুল ‘গায়েব’ দেখে ক্ষুব্ধ ট্রাম্প
- মিরপুরে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে
- হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪
- থাইল্যান্ডে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেফতার
- অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- অক্টোবরের ১৩ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স
- মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস
- মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি
- মেক্সিকোর অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
- গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের
- ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাঠাল ইসরায়েল
ক্ষুধামুক্ত বিশ্ব
নিশ্চিত হোক লাগসই পদক্ষেপে
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর