অধরা সোনার হরিণের পেছনে ছোটা যেন মানুষের সহজাত প্রবৃত্তি। তা ছাড়া দেশে যথেষ্ট কাজের সুযোগ না থাকায়, কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বিপুলসংখ্যক ব্যক্তির মধ্যে। সে কাফেলায় অশিক্ষিত, অর্ধশিক্ষিত, উচ্চশিক্ষিত কেউই বাদ যান না। এবং এ পর্যায়ে তারা বৈধ-অবৈধেরও তোয়াক্কা করেন না। লাখ লাখ টাকা দিয়ে, জীবনবাজি রেখে শামিল হন সাগর-মহাসাগর পাড়ি দেওয়ার কঠিন যাত্রায়। তারই এক ভয়াবহ তথ্য উঠে এসেছে সম্প্রতি ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের প্রতিবেদনে। বলা হয়েছে, ভাঙাচোরা নৌকায় ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ। এ বছর প্রথম ৯ মাসে অবৈধভাবে ইউরোপে ঢুকেছেন সোয়া লাখেরও বেশি ব্যক্তি। এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের নাগরিক। অন্যদিকে ফ্রান্স হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশের চেষ্টাও বেড়েছে। এ বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫৫ হাজার ব্যক্তি এই অপচেষ্টা করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, অবৈধ পথে ইউরোপে প্রবেশের সংখ্যা কিছুটা কমলেও গভীর মানবিক সংকটপূর্ণ মরণযাত্রায় বাংলাদেশ এখনো শীর্ষে। গত মাস পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বিভিন্ন দেশের অন্তত ১ হাজার ৩০০ ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুর্ভাগ্যের প্রতিকার কি? জনসংখ্যা ও শিক্ষিত জনশক্তি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ব্যাপকভিত্তিক দেশিবিদেশি বিনিয়োগে শ্রমঘন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাণিজ্য সম্প্রসারণে এটা অসম্ভব নয়। অশিক্ষিত-অর্ধশিক্ষিত তরুণদের কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, যৌক্তিক ব্যয়ে বিভিন্ন দেশে বৈধ ও নিরাপদ কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। যে দালাল চক্রের খপ্পরে পড়ে, লাখ লাখ টাকা দিয়েও লোকজন প্রতারণার মরণযাত্রায় ভাসছেন- সে চক্রের মূলোৎপাটন জরুরি। পাশাপাশি সচেতনতা সৃষ্টি চাই- যেন কেউ প্রতারকদের লোভের ফাঁদে পা না দেন। আর এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হতে পারে স্বকর্মসংস্থান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী প্রশংসিত দর্শন- ‘নিজের এবং অন্যদের জন্য কর্মক্ষেত্র সৃজন’। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিষ্ঠা লাভের সেটাই সর্বোত্তম পন্থা। মরণযাত্রার অপস্রোত থেকে জনশক্তিকে ফেরাতে এসব কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
শিরোনাম
- ‘১৮৫ পোশাক কারখানা বন্ধ, হাজারো শ্রমিক বেকার’
- সোনারগাঁয়ে গণধর্ষণসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার
- বর্ণাঢ্য আয়োজনে বেরোবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার
- বরিশাল মেডিকেলে দুটি ল্যাব ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন
- ১১ দিনেই রেমিট্যান্স এলো ১২ হাজার ২৪ কোটি টাকা
- বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন
- বগুড়ায় প্রতারণার মাধ্যমে ২৭ লাখ টাকা আত্মসাত, যুবক গ্রেপ্তার
- এ বছর ফিল্মফেয়ার জিতলেন যারা
- রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
- চার শীর্ষ ধনীর হাতে এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চার মাধ্যম
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত
- শেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- নরসিংদীতে সিসা তৈরির কারখানায় আগুনে দগ্ধ ৭ শ্রমিক
- পরিবহন ধর্মঘটে অচল নেত্রকোনা, চরম দুর্ভোগে যাত্রীরা
- ইশরাকের সাথে বিয়ে কবে? ফেসবুক পোস্টে জানালেন নুসরাত নিজেই
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : আহমদ তৈয়্যব
- পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখলের দাবি তালেবানের
- লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
- জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মরণযাত্রা
প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর