অধরা সোনার হরিণের পেছনে ছোটা যেন মানুষের সহজাত প্রবৃত্তি। তা ছাড়া দেশে যথেষ্ট কাজের সুযোগ না থাকায়, কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বিপুলসংখ্যক ব্যক্তির মধ্যে। সে কাফেলায় অশিক্ষিত, অর্ধশিক্ষিত, উচ্চশিক্ষিত কেউই বাদ যান না। এবং এ পর্যায়ে তারা বৈধ-অবৈধেরও তোয়াক্কা করেন না। লাখ লাখ টাকা দিয়ে, জীবনবাজি রেখে শামিল হন সাগর-মহাসাগর পাড়ি দেওয়ার কঠিন যাত্রায়। তারই এক ভয়াবহ তথ্য উঠে এসেছে সম্প্রতি ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের প্রতিবেদনে। বলা হয়েছে, ভাঙাচোরা নৌকায় ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ। এ বছর প্রথম ৯ মাসে অবৈধভাবে ইউরোপে ঢুকেছেন সোয়া লাখেরও বেশি ব্যক্তি। এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের নাগরিক। অন্যদিকে ফ্রান্স হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশের চেষ্টাও বেড়েছে। এ বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫৫ হাজার ব্যক্তি এই অপচেষ্টা করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, অবৈধ পথে ইউরোপে প্রবেশের সংখ্যা কিছুটা কমলেও গভীর মানবিক সংকটপূর্ণ মরণযাত্রায় বাংলাদেশ এখনো শীর্ষে। গত মাস পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বিভিন্ন দেশের অন্তত ১ হাজার ৩০০ ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুর্ভাগ্যের প্রতিকার কি? জনসংখ্যা ও শিক্ষিত জনশক্তি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ব্যাপকভিত্তিক দেশিবিদেশি বিনিয়োগে শ্রমঘন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাণিজ্য সম্প্রসারণে এটা অসম্ভব নয়। অশিক্ষিত-অর্ধশিক্ষিত তরুণদের কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, যৌক্তিক ব্যয়ে বিভিন্ন দেশে বৈধ ও নিরাপদ কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। যে দালাল চক্রের খপ্পরে পড়ে, লাখ লাখ টাকা দিয়েও লোকজন প্রতারণার মরণযাত্রায় ভাসছেন- সে চক্রের মূলোৎপাটন জরুরি। পাশাপাশি সচেতনতা সৃষ্টি চাই- যেন কেউ প্রতারকদের লোভের ফাঁদে পা না দেন। আর এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হতে পারে স্বকর্মসংস্থান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী প্রশংসিত দর্শন- ‘নিজের এবং অন্যদের জন্য কর্মক্ষেত্র সৃজন’। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিষ্ঠা লাভের সেটাই সর্বোত্তম পন্থা। মরণযাত্রার অপস্রোত থেকে জনশক্তিকে ফেরাতে এসব কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
শিরোনাম
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
মরণযাত্রা
প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর