করোনা ভাইরাস বা কভিডের সময় থেকে দেশের ব্যবসাবাণিজ্য কঠিন সংকটের মোকাবিলা করে চলেছে। কভিডকালীন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেওয়া হয় রপ্তানি খাতের ব্যবসায়ীদের প্রণোদনার সিদ্ধান্ত। ব্যাংকঋণের সুদহারও কমিয়ে আনা হয়। পরিণতিতে কভিডকালীন চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার সাফল্য দেখিয়েছে। লাখ লাখ মানুষের কর্মহীন হওয়ার যে আশঙ্কা সৃষ্টি হয়েছিল মহামারির সময়ে তা এড়ানো সম্ভব হয়। কিন্তু পরবর্তী সময়ে আইএমএফসহ ঋণদাতা সংস্থাগুলোর প্রেসক্রিপশনে ব্যাংকঋণের সুদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। যা ব্যবসাবাণিজ্যের জন্য অশনিসংকেত হয়ে দেখা দেয়। ইউক্রেন ও গাজা যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলে তার চাপও পড়ে বাংলাদেশে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের ব্যবসা ও শিল্প খাতে নেমে আসে অনিশ্চয়তা। উচ্চ সুদের ঋণ, তারল্যসংকট ও উৎপাদন ব্যয়ের লাগামহীন বৃদ্ধিতে হাঁপিয়ে ওঠেন উদ্যোক্তারা। তাঁদের অনেকে পুরোনো ঋণের কিস্তি সামলাতেই হিমশিম খাচ্ছেন, পরিণতিতে বিনিয়োগের ঝুঁকি নিতে পারছেন না। সরকার বদলের পর আর্থিক অস্থিরতায় দেশের প্রায় এক-চতুর্থাংশ ব্যাংকঋণ বিতরণ কার্যত বন্ধ রেখেছে। কয়েক বছর আগেও ৯ শতাংশ সুদে যে উদ্যোক্তারা শিল্প স্থাপন করেছিলেন, এখন তাঁদের সেই ঋণের সুদ গুনতে হচ্ছে ১৪ থেকে ১৬ শতাংশ পর্যন্ত। এতে ব্যবসার ব্যয় বেড়ে গেছে। ব্যাংকগুলো ঝুঁকি এড়াতে ঋণ বিতরণে কড়াকড়ি করায় উদ্যোক্তারা পড়ছেন অর্থসংকটে। ফলে উৎপাদন খাতের প্রবৃদ্ধি থমকে গেছে। বিশেষজ্ঞদের অভিমত, বাংলাদেশের অর্থনীতি এখন খুঁড়িয়ে চলছে। সবখানেই হতাশার ছাপ। বেসরকারি খাতে ঋণ যাচ্ছে না, বড় শিল্পগোষ্ঠীগুলো বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। বিদ্যমান অনিশ্চয়তায় বিনিয়োগ আশা করা যায় না। আগামী নির্বাচন পর্যন্ত ঋণ প্রবৃদ্ধি বাড়ার কোনো সম্ভাবনা নেই। দেশের উন্নয়ন এবং কর্মসংস্থান ব্যবসাবাণিজ্য সম্প্রসারণের ওপর নির্ভরশীল। সে ক্ষেত্রে স্থবিরতার কারণে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ছে। হ্রাস পেয়েছে জিডিপির প্রবৃদ্ধি। এ অবস্থা মোকাবিলায় ব্যাংকঋণের হার হ্রাসসহ ব্যবসা ক্ষেত্রের সমাধানে সরকারকে যত্নবান হতে হবে।
শিরোনাম
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
- মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা
- জয়ের সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটিতে টাইগারদের দাপট
- ৫ মামলায় আইভীর জামিন স্থগিত
- গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা
- চলতি মাসের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন
- ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯