বিলম্বিত বিচার মানে ন্যায়বিচার না হওয়া। কিন্তু দেশে নানা কারণে বিচারে দীর্ঘসূত্রতা বিচারবঞ্চনার অনিবার্য উপসর্গে পরিণত হয়েছে। উল্লেখ করা যায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার কথা। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ঘটা এ হক্যাকাণ্ডের বিচার আজও সম্পন্ন হয়নি। বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদছে। একই পরিণতি ঘটতে চলেছে জুলাই যোদ্ধাদের অনেকের ক্ষেত্রে। নতুন বাংলাদেশেও অবস্থার পরিবর্তন হয়নি। সারা দেশে অসংখ্য মামলার মূল তদন্ত ঝুলে আছে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়ায়। গতকাল এই পত্রিকার এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই কিছু তথ্য। পোস্টমর্টেম রিপোর্টের জন্য শুধু রাজধানীর থানাগুলোতেই হাজারো মামলার তদন্ত থমকে আছে। মাসের পর মাস, এমনকি বছর পেরিয়ে গেলেও অপরাধ প্রমাণের এ অপরিহার্য রিপোর্ট পাওয়া যাচ্ছে না। এ দীর্ঘসূত্রতায় একদিকে তদন্তে বিঘ্ন ঘটছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে মামলাজট। ন্যায়বিচার বিলম্বিত ও অনিশ্চিত হয়ে পড়ছে। ডিএমপি থেকে ময়নাতদন্তকারী প্রতিষ্ঠানগুলোকে যথেষ্ট তাগাদা দিয়েও অনেক সময় কাজ হচ্ছে না। বৈষম্যবিরোধী আন্দোলন এবং ছাত্র-জনতার গণ অভ্যুত্থান চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ৫০ থানায় ৭৩৮টি মামলা হয়েছে। হত্যা মামলা ৪৫৬টি। এর মধ্যে ১৩১টি হত্যা মামলার তদন্ত করছে তিনটি সংস্থা। এগুলোর মধ্যে মাত্র একটির চার্জশিট দেওয়া হয়েছে। ৩২৪ মামলার তদন্ত করছে ডিএমপি। ৬৭ জন শহীদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সাতটি লাশের ময়নাতদন্ত রিপোর্টই এখনো পায়নি ডিএমপি। স্বৈরাচার পতনের ১৪ মাস পরও এ অবস্থা! ময়নাতদন্তে অপমৃত্যু যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, মামলার মোড়ই ঘুরে যায়। তখন পুলিশ আসামি ধরতে কাজ শুরু করে। কিন্তু সেই পোস্টমর্টেম রিপোর্টই যদি দেরিতে আসে, আসামি অধরা থেকে যাওয়ার সুযোগ তৈরি হয়। সূত্র বলছে, ডিএমপির আট বিভাগে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়ায় প্রায় ১ হাজার ২০০ মামলা ঝুলে আছে। কোথায় তাদের সীমাবদ্ধতা বা অসহায়ত্ব, চিহ্নিত করে সমাধানে সচেষ্ট হওয়ার প্রাথমিক কর্তব্য তাদেরই। মামলার অপরাধ প্রমাণে ময়নাতদন্ত রিপোর্ট ও মেডিকেল সার্টিফিকেট অপরিহার্য। এগুলো পেতে দেরি হলে আদালতে প্রতিবেদন দিতেও দেরি হয়। বিলম্বিত হয় বিচার। কেন এসব হচ্ছে, চিহ্নিত করে সমাধানের পদক্ষেপ নেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব। এ ক্ষেত্রে ময়নাতদন্ত, মেডিকেল রিপোর্ট ইত্যাদি ক্ষেত্রে সক্ষমতা উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও জনবল বৃদ্ধি জরুরি।
শিরোনাম
- হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
- মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা
- জয়ের সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটিতে টাইগারদের দাপট
- ৫ মামলায় আইভীর জামিন স্থগিত
- গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা
- চলতি মাসের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন