বিএসসি ইঞ্জিনিয়ারদের উপর হামলার প্রতিবাদসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার অনুষদের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এসময় কিছুক্ষণ ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
শিক্ষার্থীদের দাবি- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে; ১০ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য শতাভাগ রাখা কোটা সকলের জন্য উন্মুক্ত করতে হবে; বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের মূখ্য সংগঠক সিফাত আবু সালেহ বলেন, জুলাই বিপ্লবের পর কোটা একটি অযৌক্তিক বিষয়। অথচ বিএসসি ইঞ্জিনিয়াররা সর্বদা বঞ্চিত হচ্ছে। আমরা অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। অথচ পুলিশ আমাদের নেতৃবৃন্দের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে শিক্ষা উপদেষ্টার প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা ও হামলাকারী পুলিশের শাস্তির দাবিও জানান তিনি।
এর আগে, বুধবার (২৭ আগস্ট) তিনদফা দাবিতে লংমার্চ টু ঢাকা ঘোষণা শাহবাগে আন্দোলন করে বুয়েটসহ দেশের বিএসসি ইঞ্জিনিয়াররা। এ আন্দোলনের এক পর্যায়ে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ আন্দোলনকারীদের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ