দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিস্ফোরক সেঞ্চুরি করে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ক্যামেরন গ্রিন। ওই ম্যাচেই শতক ছোঁয়া ইনিংস খেলে ব্যাটসম্যানদের তালিকায় আরও উন্নতি করেছেন তার দুই সতীর্থ মিচেল মার্শ ও ট্রাভিস হেড।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে ৪০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৭৮তম স্থানে উঠে এসেছেন গ্রিন। তার আগের সেরা ছিল ৮৭ নম্বর। মার্শের অগ্রগতি চার ধাপ, অবস্থান ৪৪তম। আর এক ধাপ এগিয়ে শ্রীলঙ্কার কুসাল মেন্ডিসের সঙ্গে যৌথভাবে ১১ নম্বরে হেড।
প্রোটিয়াদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে গত রোববার খেলতে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালান গ্রিন। ৮ ছক্কা ও ৬টি চারে ৫৫ বলে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সুরটা অবশ্য বেঁধে দেন হেড ও মার্শ। অস্ট্রেলিয়াকে ২৫০ রানের উদ্বোধনী জুটি উপহার দেন তারা। ৫ ছক্কা ও ৬ চারে ১০৬ বলে ১০৩ রান করেন অধিনায়ক মার্শ। ১০৩ বলে ১৪২ রানের খুনে ইনিংস খেলার পথে হেড মারেন ৫টি ছক্কা ও ১৭টি চার।
প্রথম তিন ব্যাটসম্যানের নৈপুণ্যে ২ উইকেটে ৪৩১ রানের বিশাল পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। পরে দক্ষিণ আফ্রিকাকে ১৫৫ রানে গুটিয়ে ২৭৬ রানের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়ায় তারা। দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানের ইনিংস খেলা জশ ইংলিসেরও উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। ২৩ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান আছেন ৬৪তম স্থানে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ওয়ানডের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ দশে আসেনি কোনো পরিবর্তন। চূড়ায় ভারতের শুবমান গিল।
সিরিজের শেষ ম্যাচে ৫৭ রান খরচায় ১ উইকেট নেওয়া কেশাভ মহারাজ রেটিং পয়েন্ট হারিয়েছেন। তাতে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকান বাঁহাতি স্পিনারের শীর্ষস্থানে ভাগ বসিয়েছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। দুইজনের রেটিং পয়েন্ট এখন ৬৭১। মহারাজের সতীর্থ লুঙ্গি এনগিডির উন্নতি হয়েছে ৬ ধাপ, আছেন ২৮তম স্থানে। অগ্রগতি হয়েছে অস্ট্রেলিয়ার শন অ্যাবট (৯ ধাপ এগিয়ে ৪৮তম) ও ন্যাথান এলিসেরও (২১ ধাপ এগিয়ে ৬৫তম)। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি সবার ওপরে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ