ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের নাম ‘বাহুবলী’। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালের ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ঝড় তুলেছিল দেশজুড়ে, এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও। এরপর থেকেই চলছিল গুঞ্জন আসবে কি তৃতীয় কিস্তি? ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন ‘বাহুবলী: দ্য এপিক’-এর প্রথম ঝলক।
গত মঙ্গলবার প্রকাশিত এই অফিসিয়াল ফার্স্ট লুকে আবারও দেখা মিলেছে মাহিষ্মতী সাম্রাজ্যের গৌরব, যুদ্ধের মহিমা ও রাজকীয় দৃশ্যাবলির। প্রভাসকে বহু বছর পর বাহুবলীর রূপে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উন্মাদনা।
‘বাহুবলী: দ্য এপিক’ শুধু নামেই নতুন নয়, নির্মাণেও থাকছে অভিনবত্ব। এই কিস্তির দৈর্ঘ্য হতে যাচ্ছে ৫ ঘণ্টা ২৭ মিনিট, যা এক কথায় বললে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম মূলধারার সিনেমা। এটি কোনও এক্সটেন্ডেড কাট নয়, বরং একটি পূর্ণাঙ্গ ও ধারাবাহিক গল্প বলা হবে একটানা। নির্মাতাদের দাবি, এটি হবে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা, যেখানে দর্শকদের ধৈর্য ও মনোযোগ থাকবে মূল চাবিকাঠি।
‘বাহুবলী: দ্য বিগিনিং’ বক্স অফিসে আয় করেছিল প্রায় ৬৫০ কোটি টাকা। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ তো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল, আয় করেছিল ১৭৮৮ কোটি টাকা।
বিডি প্রতিদিন/মুসা