ক্রিকেট থেকে অবসর নেওয়ার জল্পনায় ক্ষুব্ধ হয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। অবসরের বিষয়টিকে অস্বীকার করে তিনি বলেছেন, এখন তার খেলাধুলা ছাড়ার কোনো সময় নয় এবং তার একমাত্র লক্ষ্য হলো আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করা।
বুধবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শামি বলেন, ‘যদি কারো সমস্যা থাকে, বলুন। আমি যখন অবসর নেব, তখন কার জীবন আরো ভালো হবে? আমি কেবল তখনই অবসর নেব, যখন খেলা নিয়ে বিরক্ত বোধ করব। এখন সেই সময় নয়। চাইলে আমি সকাল ৫টায়ও উঠব।’
তিনি আরও বলেন, ‘বলুন তো, আমি কার জীবনে এত বোঝা হয়ে গিয়েছি যে আমাকে অবসর নিতে হবে? যে দিন আমি বিরক্ত হব, সেই দিন আমি ছেড়ে দেব।’
সম্প্রতি শামিকে ইংল্যান্ডে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দলে রাখা হয়নি এবং আসন্ন এশিয়া কাপ ২০২৫-এও তাকে ভারতের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। এর মাধ্যমে ছোট ফরম্যাটের ক্রিকেটে তার ভূমিকা ক্রমশ কমছে।
এ নিয়ে শামি বলেন, ‘আপনি আমাকে জাতীয় দলে না খেলালেও আমি ঘরোয়া ক্রিকেটে খেলব। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব।’
৩৪ বছর বয়সী এই পেসারের চোখ এখন একটি বড় লক্ষ্যেই। তিনি জানিয়েছেন, ‘আমার একমাত্র স্বপ্ন হলো ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ জেতা। আমি সেই দলে থাকতে চাই এবং খেলেই বিশ্বকাপ জিততে চাই। ২০২৩ সালে আমরা খুব কাছাকাছি ছিলাম, কিন্তু ভাগ্য আমাদের পাশে ছিল না।’
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        