যশোরে পৃথক দুটি অভিযানে ৩৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর ৬টা ও সকাল সাড়ে ৯টায় অভিযান দুটি চালানো হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন পাঁচ কেজি তিনশ’ ৩৪ গ্রাম। যার বাজার মূল্য সাত কোটি ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের মানিব্যাগ ও কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো চার কেজি ৯শ’ গ্রাম ওজনের ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুইজন হলেন- যশোর শহরের লোনঅফিস পাড়ার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬) ও ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।
এর আগে ভোর ৬টায় যশোর সদর উপজেলার কোদালিয়া বাজারে অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম সাজিদ (২৩) নামে এক যুবককে ৪৩৪ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ আটক করে। আটক আশরাফুল মানিকগঞ্জ জেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।
৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন জানিয়েছেন যে ঢাকার যাত্রাবাড়ি ও মানিকগঞ্জ থেকে চোরাকারবারীদের কাছ থেকে তারা স্বর্ণের বারগুলো নিয়ে ভারতে পাচারের জন্য যশোর সীমান্তের দিকে যাচ্ছিলেন।
এ ব্যাপারে আটক তিনজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।
বিডি প্রতিদিন/এএম