ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের খাল থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভাসমান অবস্থায় রুসি (৪০) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তিনি রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার আইনুদ্দিন বেপারীকান্দী গ্রামের বাবু বেপারীর সন্তান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল ১০ টার দিকে স্থানীয়রা আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামের খালে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ভাঙ্গা থানায় খবর দেয়। এরপর ভাঙ্গা পুলিশ লাশটি উদ্ধার করে।
ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আলগী ইউনিয়নের শাহমল্লিকদী খালের ভিতর একটা মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। আমি ও ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে । লাশের পরিচয় পাওয়া গিয়েছে। তিনি তৃতীয় লিঙ্গের একজন লোক। তিনি ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লায় ভাড়া থাকতেন। গত মঙ্গলবার বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম