জার্মানির শীর্ষ ফুটবল লিগ বুন্দেসলিগায় নতুন মৌসুমে চালু হওয়া ‘হ্যান্ডশেক ডায়ালগ’ নিয়মে চরম বিস্ময় প্রকাশ করেছেন টনি ক্রুস। সাবেক জার্মান মিডফিল্ডার এই নিয়মকে অকেজো ও অপ্রয়োজনীয় বলে মনে করছেন।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর ৭০ মিনিট আগে উভয় দলের কোচ ও অধিনায়ক রেফারির সঙ্গে করমর্দনের মাধ্যমে একটি সংক্ষিপ্ত সভায় অংশ নেবেন। এর উদ্দেশ্য, খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানো এবং মাঠে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।
তবে এই নিয়ম কার্যকর হবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই। বুন্ডেসলিগার প্রথম ম্যাচের পরই কোলনের কোচ লুকাস কোয়াসনিওক এটিকে ‘ফালতু’ বলে কটাক্ষ করেন এবং নিয়মটি বাতিলের দাবি জানান।
এক পডকাস্টে অংশ নিয়ে টনি ক্রুস বলেন, "আমি খুবই অবাক হয়েছি নিয়মটি দেখে। কোয়াসনিওক ইতিমধ্যেই এটি নিয়ে কথা বলেছেন, এবং আমি সত্যি বলতে জানতামও না যে এটি এখন চালু হচ্ছে।"
ক্রুসের মতে, ম্যাচ চলাকালীন আবেগ ও প্রতিক্রিয়া এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তার ভাষায়, "এর কোনো প্রভাব পড়বে না এবং কোনো মূল্য নেই। বরং এটি অধিনায়কদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায়। আপনি প্রস্তুতির মধ্যে আছেন, আর তখনই বলতে হবে, ‘চলো দেখা করি, আমরা একে অপরকে কতটা শ্রদ্ধা করি।’ অথচ পাঁচ মিনিট পরই কেউ হয়তো হলুদ কার্ড দেখবে।"
রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের হয়ে খেলা এই সাবেক তারকা মনে করেন, লিগ কর্তৃপক্ষের উচিত আরও গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষ করে বিতর্কিত ভিএআর নিয়ে মনোযোগ দেওয়া। তিনি বলেন, "ভিএআরের মতো অনেক বড় সমস্যা রয়েছে যেগুলোর সমাধান দরকার।"
বিডি প্রতিদিন/মুসা