বিজিবি সিলেট ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ৬ রাউন্ড কার্তুজসহ আমেরিকার তৈরি একটি রিভলবার উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী মাওলারপাড় ব্রিজ সংলগ্ন একটি বরই গাছের নিচ থেকে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল মাওলারপাড় ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এসময় তল্লাশি চালিয়ে বরই গাছে নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে আগ্নেয়াস্ত্রটির মালিক খুঁজে পাওয়া যায়নি। রিভলবারটি গায়ে (মেইড ইন ইউএসএ) লিখা রয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অস্ত্র পাচাররোধে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। এর ধারাবাহিকতায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে
বিডি প্রতিদিন/নাজমুল