দারিদ্র্যবিমোচনে বাংলাদেশ একসময় প্রশংসা কুড়িয়েছিল দুনিয়াজুড়ে। করোনার পর শুরু হয়েছে উল্টো পথে হাঁটা। জুলাই বিপ্লবের পরও পিছু পানে হাঁটা বন্ধ হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসাব অনুযায়ী, গত তিন বছরে দেশে দারিদ্র্যের হার বেড়েই চলেছে। দারিদ্র্যের কষাঘাতে মাসে এক দিন না খেয়ে থাকে ৯ শতাংশ মানুষ। বিবিএসের হিসাবে ২০২২ সালে দেশে অতিদারিদ্র্য ছিল ৫ দশমিক ৬ শতাংশ, সেটি ২০২৫ সালে বেড়ে হয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। এ ছাড়া সাধারণ দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে। নিম্ন ও মধ্যবিত্তদের মাসিক আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ধারদেনা করে চলছে সংসার। একটি পরিবারের খাবার কিনতে ব্যয় করতে হচ্ছে মোট আয়ের ৫৫ শতাংশ। পরিবারের আর্থিক ঝুঁকির অন্যতম কারণ চিকিৎসা ব্যয় ৬৭ দশমিক ৪ শতাংশ। ঋণ পরিশোধে যায় ২৭ শতাংশ। বেড়েছে আয়বৈষম্য। স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ৪৮ দশমিক ৯ শতাংশ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এ ছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেখা দিয়েছে সবচেয়ে বড় সংকট। অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পরিচালিত সমীক্ষায় দারিদ্র্যের হার বাড়ার যে তথ্য ফুটে উঠেছে, তা উদ্বেগজনক। সোমবার সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সমীক্ষা প্রতিবেদনটি গত মে মাসে জুলাই গণ অভ্যুত্থান-পরবর্র্তী পরিস্থিতিতে ৮ হাজার ৬৭ পরিবারের ৩৩ হাজার ২০৭ ব্যক্তির মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। সে তুলনায় ভালো আছেন উচ্চবিত্তরা। আয়ের চেয়ে তাদের ব্যয় কম। দেশের শহর এবং গ্রাম উভয় ক্ষেত্রে উচ্চবিত্তদের সঙ্গে নিম্ন ও মধ্যবিত্তদের বৈষম্য বাড়ছে। বিগত সরকারের চেয়ে বর্তমান সরকারের আমলে ঘুষ কমেছে এমন দাবি করা হয়েছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের সমীক্ষা প্রতিবেদনে। তবে স্বীকার করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বেশি ঘুষও দিতে হচ্ছে। দেশে গরিবির আগ্রাসন রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থার পরিবর্তনে কর্মসংস্থানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
শিরোনাম
- বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক চলছে
- দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরলেন নওশাবা
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন জহুরুল
- বেনাপোলে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বরে
- ইস্তাম্বুলে আলোচনার মধ্যেই আফগান-পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষ, নিহত ৩০
- চীনে বিশ্বের সর্বোচ্চ গতির ট্রেন, ঘণ্টায় ছুটবে ৪৫০ কিলোমিটার
- আর নয় গোপনে, প্রকাশ্যেই প্রেম করে বেড়াচ্ছেন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি
- মেট্রোরেল পুরোদমে চলাচল শুরু
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৪৩ মামলা
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- বুয়েটে ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি
- তিনদিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম
- ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত
- জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোন্থায়’ পরিণত, কখন-কোথায় আঘাত হানতে পারে
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ হবে আজ
- ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার
দারিদ্র্য বাড়ছেই
না খেয়ে থাকছে অনেক মানুষ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর