এবারের এইচএসসি-সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার হয়েছে ৮৯ দশমিক ৩৯ শতাংশ। তাছাড়া আগের বছরের তুলনায় এবার আরও বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী। এবার মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী হচ্ছে ১৩ হাজার ৭২০ জন। এখানে পাসের হারে ও জিপিএ ৫ প্রাপ্তদের ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে রয়েছে।
অতীতের রেকর্ড ভেঙ্গে এবার জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে শীর্ষে আছে চট্টগ্রাম মহসিন কলেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ও চট্টগ্রাম কলেজ। তাছাড়া এবার শতভাগ পাসের সেরা দশের মধ্যে শীর্ষে আছে চট্টগ্রাম কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থানে হালিশহর ক্যাটনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।
আজ রবিবার শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলীসহ অন্যরা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, নগরীর আইডিয়াল কলেজের ও মহালছড়ির বৌদ্ধ শিশুঘর হাইস্কুল অ্যান্ড কলেজ দুটির ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে কেউই পাস করেননি। বিষয়টা নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তাছাড়া শতভাগ পাস করেছে চট্টগ্রামের ১৬ টি কলেজের পরীক্ষার্থীরা।
শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী জানা গেছে, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ১০২ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৫০ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৬৭০ জন ছাত্রী। তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯২ দশমিক ২০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৮ দশমিক ৫৮ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৮৮ দশমিক ৭৬ শতাংশ।
দুটি কলেজে কেউ পাস করেনি : এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দুইটি কলেজের ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এতে একজনও কৃতকার্য হতে পারেননি। চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকার আইডিয়াল কলেজের একজন পরীক্ষার্থী ছিলেন। তিনি অকৃতকার্য হয়েছেন। এছাড়াও খাগড়াছড়ি জেলার মহালছড়ির বৌদ্ধ শিশুঘর হাইস্কুল অ্যান্ড কলেজের ৪ জন পরীক্ষার্থীর মধ্যেও কেউ পাস করেননি।
জিপিএ ৫ প্রাপ্ত সেরা দশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান:
মহসিন কলেজ: ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এ বছর অংশ নিয়েছে ৯৯ হাজার ৬২৮ জন। যার মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। এ বছর চট্টগ্রাম কলেজকে টপকিয়ে সেরাদের স্থানে রয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। শতভাগ পাস না করলেও এবার জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে সেরা দশের তালিকার শীর্ষে বা প্রথম স্থানে মহসিন কলেজ। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৭১৪ জন শিক্ষার্থী। ৯৯ দশমিক শূন্য সাত শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২৮৫ জন।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ: জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সরকারি সিটি কলেজ। ২ হাজার ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৮ দশমিক ৫৬ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪১ জন। এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
চট্টগ্রাম কলেজ: এবার জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে চট্টগ্রাম কলেজ হয়েছে তৃতীয় স্থানে। প্রতি বছর জিপিএ ৫ এ প্রথম হলেও এ বছরও শতভাগ শিক্ষার্থী পাস করেছে কিন্তু অন্যান্য কলেজের তুলনায় জিপিএ ৫ এর দিক থেকে পিছিয়ে গেছে এ কলেজের শিক্ষার্থীরা। ১ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাস করে জিপিএ ৫ পেয়েছে ৯২৮ জন শিক্ষার্থী।
হাজেরা তজু ডিগ্রি কলেজ : ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এই কলেজের শিক্ষার্থীরা জিপিএ ৫ প্রাপ্ত হাজেরা তজু ডিগ্রি কলেজ চতুর্থ অবস্থানে। তাদের ১ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১ হাজার ৬৫৯ জন। যা ৯৮ দশমিক ৪০ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৮১১ জন। যেখানে গতবার জিপিএ ৫ পায় কেবল ৫৫ জন শিক্ষার্থী। এর আগে ২০১৯ সালে উক্ত কলেজ জিপিএ ৫ এ ছিল দশমে। ২০২০ সালে ছিল অটোপাশ।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ : গতবারের মত এবারেও জিপিএ ৫ পেয়ে ৫ম স্থানে আছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩৩৫ জন। ৯৮ দশমিক ৯৫ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ৮০৭ জন। যেখানে গতবার এই কলেজ থেকে জিপিএ ৫ পায় ১৭৩ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ : এবার ৭১৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। তাদের ১ হাজার ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৯ দশমিক ৫২ শতাংশ পাস করে।
সরকারি কর্মাস কলেজ : গত বছরের মতো এবারও জিপিএ ৫ প্রাপ্ত হয়ে সপ্তম অবস্থানে সরকারি কমার্স কলেজ। এ কলেজের ৮০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৮০২ জন যা ৯৯ দশমিক ৭৫ শতাংশ।
কক্সবাজার সরকারি কলেজ : এবার জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে কক্সবাজার সরকারি কলেজ। এখানে ১ হাজার ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৪৯৯ জন।
পটিয়া সরকারি কলেজ : গতবারের মতো এবারও নবম অবস্থানে পটিয়া সরকারি কলেজ জিপিএ ৫ প্রাপ্ত হয়েছে। এই কলেজে ১ হাজার ১০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ৪৭২ জন। গতবার এই কলেজের ৬১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল।
বাকলিয়া সরকারি কলেজ : জিপিএ ৫ প্রাপ্ত সেরা দশের তালিকায় রয়েছে বাকলিয়া সরকারি কলেজ। এখানে ১ হাজার ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৮ দশমিক ৫০ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৪১৬ জন শিক্ষার্থী।
শতভাগ পাসের সেরা দশে যেসব কলেজ : সেরা দশের শীর্ষে আছে চট্টগ্রাম কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থানে হালিশহর ক্যাটনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। শিক্ষাবোর্ডের তথ্য সূত্রে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এবার ২৬৭টি কলেজে ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষায় অংশ নেন। এবার শতভাগ পাস করেছে ১৬টি কলেজ।
অন্য কলেজগুলো হল : চতুর্থ ক্যাটনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ষষ্ঠ সেন্ট প্লাসিড’স স্কুল অ্যান্ড কলেজ, সপ্তম বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই, অষ্টম লামার কোয়ান্টাম কলেজ, নবম ফৌজদারহাট ক্যাডেট কলেজ, দশম সেন্ট স্কলাসটিকা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তাছাড়া ১১তম কাফকো স্কুল অ্যান্ড কলেজ, ১২তম সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ১৩তম কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি (ইংরেজি মাধ্যম) স্কুল অ্যান্ড কলেজ, ১৪তম মেরন সান কলেজ, ১৫তম পশ্চিম কধুরখীল স্কুল অ্যান্ড কলেজ ও ১৬তম চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজ।
বিডি প্রতিদিন/আবু জাফর