চট্টগ্রামে হঠাৎ করে ঘরে ঘরে চোখ ওঠার রোগ দেখা দিয়েছে। চোখ ওঠার কারণে অনেক শিক্ষার্থী স্কুলে যাচ্ছে না। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে চোখ ওঠলে স্কুলে না যেতে নোটিশও দেয়া হয়েছে। বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারেও বাড়ছে চোখ ওঠা রোগী।
জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চক্ষু বিভাগের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ জন চোখ ওঠা রোগী চিকিৎসা গ্রহণ করছে। তাছাড়া, জেনারেল হাসপাতাল এবং চিকিৎসকের প্রাইভেট চেম্বারেও চোখ ওঠা রোগীরা চিকিৎসা নিচ্ছেন। ফলে চিকিৎসা সেবা কেন্দ্রে এখন চোখ ওঠা রোগীর ভিড় বাড়ছে।
চমেক হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ডা. তনুজা তানজিন বলেন, মৌসুম পরিবর্তন এবং গরমের কারণে চোখ ওঠা রোগটি হয়। এটি একটি ভাইরাস এবং ছোঁয়াচে। একটি পরিবারে একজনের হলে রোগটি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তাই এ রোগ থেকে বাঁচতে হলে করোনাভাইরাসের মত কনটাক্টিং কমাতে হবে। আক্রান্ত ব্যক্তি থেকে অন্যদের দূরে রাখতে হবে। তাছাড়া, কেউ আক্রান্ত হলে তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ মতে ওষুধ ব্যবহার করতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, চোখ ওঠা রোগ দেখা দেওয়ার পর নগরের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ও বন্ধ ঘোষণা করা হয়। ইতোমধ্যে নগরের অনেক স্কুলের শিক্ষার্থীদের চোখ ওঠা রোগ দেখা দেয়। এ কারণে অনেক স্কুলে শিক্ষার্থীদের আসতেও নিষেধ করে দেয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর