শিরোনাম
২৮ সেপ্টেম্বর, ২০২২ ২২:২২

'সরকার বিনা খরচে অসহায় বিচারপ্রার্থীর আইনি সহায়তা নিশ্চিত করেছে'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'সরকার বিনা খরচে অসহায় বিচারপ্রার্থীর আইনি সহায়তা নিশ্চিত করেছে'

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা বলেছেন, তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসার কল্পে সরকার তথা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আন্তরিকভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। লিগ্যাল এইডের মাধ্যমে বিনা খরচে স্বল্প সময়ে অসহায় বিচারপ্রার্থীর আইনি সহায়তা নিশ্চিত করছে সরকার। বর্তমানে ‘অসচ্ছলের মামলার ভার, বহন করে সরকার’, ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোসও হয়’, এসব শ্লোগান লিগ্যাল এইড বাস্তবায়ন করছে।

বুধবার বিকালে জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, জেলা পুলিশ সুপার এস এম সফিকউল্লাহ, যুগ্ম জেলা জজ মোহাম্মদ খাইরুল আমিন, সিনিয়র সহকারী কমিশনার নাঈমা ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল হায়দার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি প্রসিকিউশন মো. কামরুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মো. হাসেম, জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মাধবী বড়ুয়া প্রমুখ। 

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান আজিজ আহমদ ভূঞা বলেছেন, আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানে সরকার ২০০০ সালে আইগত সহায়তা প্রদান আইন, ২০০০ প্রণয়ন করে। এ আইনের আওতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলশ্রুতিতে অসহায়, দরিদ্র, নির্যাতিত বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠন অসহায় বিচারপ্রার্থীর আইনি সহায়তা নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে। ছোটখাট বিরোধ সমূহ আদালতে মামলা পর্যন্ত না গড়িয়ে স্থানীয়ভাবে কিংবা জেলা লিগ্যাল এইড অফিসারের মধ্যস্থতায় আপস মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য রেফার করছে। এটি একটি যুগান্তকারী উদ্যোগ। সরকারি খরচে আইনি সহায়তা অসহায় বিচারপ্রার্থী জনগণের নাগরিক অধিকার। আমরা অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে সরকারি মহৎ কার্যক্রম বাস্তবায়ন করছি।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর