রংপুরে ৭ লাখ ৭০ হাজার নকল ব্যান্ডরোলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে দুই জন নারী ও একজন পুরুষ রয়েছেন। সোমবার রাতে হারাগাছ থানা পুলিশ পশ্চিম পোদ্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল জলিল, সোনালী বেগম ও সুলতানা বেগম। তাদের তিনজনের স্বীকারোক্তিতে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে হারাগাছ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল। তিনি জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে ৭ লাখ ৭০ হাজার নকল ব্যান্ডরোলসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এধরণের নকল ব্যান্ডরোল সরবরাহ করে আসছে। এ ঘটনায় এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল