৭ মার্চ, ২০২১ ০২:২৪

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কুড়মালি ভাষায় অনুবাদ

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কুড়মালি ভাষায় অনুবাদ

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কুড়মালি ভাষায় অনুবাদ করেছেন উজ্জ্বল মাহাতো। এটি ভিন্ন ভাষায় ১৩তম অনুবাদ এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ভাষায় প্রথম অনুবাদ।

কুড়মালি একটি স্বতন্ত্র ভাষা। যার রয়েছে নিজস্ব লিপি বা বর্ণমালা।

উজ্জ্বল মাহাতো পেশায় একজন স্পেয়ার মেকানিক। নেশা তার মাতৃভাষা কুড়মালি ভাষাসাহিত্য নিয়ে গবেষণা। তার জন্ম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘরিয়া গ্রামে। বাবা স্কুল শিক্ষক প্রয়াত দিলীপ মাহাতো ও মাতা প্রয়াত শকুন্তলা মাহাতো। 
তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করে বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কর্মরত রয়েছেন।

‘কঁআথুয়েঁন: মাহাতো ডিকশনারি’ বইটিতে সংযুক্ত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি অনুবাদ করতে সময় লেগেছে এক মাস। কেননা কুড়মালি ভাষায় চলনসই প্রতি শব্দ খুঁজে বের করতে হয়েছে বেশ সময় ধরে। বইমেলা উপলক্ষে ২০২০ সালে বইটি প্রথম প্রকাশিত হয় রুপম প্রকাশনী থেকে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর