মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর চন্দন কোঠা খেলার মাঠে ঐতিহ্যবাহী মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজন শহুরে জীবনে এক ভিন্নমাত্রা যোগ করে। শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী খেলা বিজয়ের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবী উল্লাহ নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শকিল মোল্লা। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারিকুল ইসলাম তারেক।
এই ঐতিহ্যবাহী মোরগ লড়াইকে ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শত শত মানুষ এ আয়োজনে উপস্থিত হয়ে বিজয় দিবসের আনন্দকে ভাগাভাগি করে নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ