রাজধানীতে শপিং ব্যাগের মধ্যে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর হাতিঝিল থানার পূর্ব রামপুরা মোল্লা টাওয়ারের সামনে শ্যামলী পরিবহন বিসনেস ক্ল্যাসিক বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন-শাহিন (৩১) ও সঞ্জিত রাজবংশী (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো. কার্যালয় (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) ধানমন্ডি সার্কেলের একটি দল বুধবার সকালে হাতিরঝিল থানাধীন পূর্ব রামপুরা মোল্লা টাওয়ারের সামনে অভিযান চালায়। অভিযানে আব্দুল্লাপুরগামী শ্যামলী পরিবহন বিসনেস ক্ল্যাসিক নামীয় যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। কক্সবাজার থেকে রাজধানীর বিভিন্ন এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আন্তঃজেলা বাসের পরিবহন শ্রমিকদের একটি অংশ মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে, যার মাধ্যমে মাদকের বিস্তার ঘটছে।
আসামিদের বিষয়ে তিনি জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধানমন্ডি সার্কেল আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই